নিউজ ডেস্ক- ঠাকুরপুকুর থানা এলাকার জোকা মোড়ের বহুতল আবাসনে আত্মঘাতী হলেন একাদশ শ্রেণির এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম অনামিকা যাদব। আবাসনের নিচ থেকেই ওই ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই পড়ুয়া শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী ছিলেন। শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পর্যন্ত দেখেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ছাত্রীটি। ১১ তলার আবাসন থেকে তিনি ঝাঁপ দিয়েছিলেন। ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা দুই বোন। শুক্রবার রাতে চুপচাপ ছিলেন ছাত্রীটি এরপর রাতে খাওয়া-দাওয়া শেষ করে নিজের ঘরে চলে যান। সকালে তাঁর দেহ আবাসনের নিচে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সেখানে গিয়ে ছাত্রীর দেহ উদ্ধার করে। এদিকে, এই ঘটনায় ছাত্রীর ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ওই ছাত্রী এর আগে একাদশ শ্রেণিতে ফেল করেছিলেন। আবার তিনি সেই ক্লাসেই পড়ছিলেন। সামনে রয়েছে পরীক্ষা। তাই পরীক্ষার আগে তার পরিবার তাকে পড়াশোনার জন্য চাপ দিচ্ছিল। সেই চাপ সহ্য না করতে পেরে তিনি আত্মঘাতী হয়েছেন।