নিউজ ডেস্ক - কোন্নগরে আট বছরের শিশু সন্তানকে খুনে অভিযুক্ত মা ও তাঁর বান্ধবী এবার জেলের ভাত ছেড়ে খেতে চাইছেন মুখরছ খাবার। গত ১৬ ফেব্রুয়ারি থেকে একটানা জেলে রয়েছেন শান্তা শর্মা এবং ইফফাত পরভিন। যদিও সূত্রের খবর দুজনেই পৃথক জেলে রয়েছেন। শিশুর মা রয়েছেন উত্তরপাড়া থানায়। অন্যদিকে পরভিন রয়েছেন শ্রীরামপুর মহিলা থানায়। কিন্তু তাও দুজনেরই জেলের খাবার পছন্দ হচ্ছে না। তাঁরা বাইরের মুখরোচক খাবার খেতে চাইছেন । কিন্তু এমনটা হচ্ছেনা বলেই মুখ খুলতে নারাজ। এক পুলিশ আধিকারিক জানান, "জেলের খাবার খেতে চাইছেন না শান্তা শর্মা এবং তাঁর বান্ধবী ইফফাত পরভিন। তাদের কেউ চাইছেন বিরিয়ানি, কেউ আবার চাইনিজ। ভাত-রুটি কোনও পদই তাদের মুখে রুচচে না। পছন্দের খাবার না পেয়ে তাঁরা মুখ বন্ধ করে রেখেছেন।"
পুলিশ আরও জানিয়েছে জেরা সময় দুজনেরই কাছ থেকে সে ভাবে কোনও জবাব পাওয়া জাচ্ছেনা। ফলে তদন্তও এগোচ্ছে না সেভাবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কোন্নগরে শ্রেয়াংশুকে খুনের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি তার মা ও মায়ের বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ।