নিউজ ডেস্ক - সংসদের সভাউচ্চমাধ্যমিকের জাল প্রশ্নপত্র ভাইরাল করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল নদিয়ার এক যুবকে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগ যে মোটা টাকার বিনিময়ে পরীক্ষা প্রশ্নপত্র দেওয়ার জাল পেতে প্রতারণা চক্র চালানো হচ্ছিল। তাঁর মাধ্যমে এই চক্র জড়িত বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে ।
বিধানসভা থানার সূত্রে খবর সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বিধাননগর কমিশনারেটের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের উপর ভিত্তিতে প্রতারণাকার্যে জড়িত মূল অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সাইবার পুলিশ। ধৃত যুবকের নাম রুপম সাধুখাঁ। নদিয়ার হাবিবপুরের পানপাড়ার বাসিন্দা। তদন্তে নেমে দেখা যায়, প্রতারিত পরীক্ষার্থীদের দুটো কিউআর কোড দেওয়া হয়েছিল যাতে টাকা পাঠিয়ে ছিল অভিযুক্ত । সেই কিউআর কোড স্ক্যান করে দুটি ব্যাংক অ্যাকাউন্টের পাওয়া গেছে ।