নিউজ ডেস্ক: বাংলার পর আজ ফের শনিবার পরীক্ষা শুরুর পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো মাধ্যমিকের ইংরেজির প্রশ্ন পত্র। তবে, এবারে আবার কিউআর কোডে লাল দাগ লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইংরাজির প্রশ্ন। সূত্রের খবর, এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন পরীক্ষার্থীকে শনাক্ত করেছে পর্ষদ।
গতকাল ও ঘটেছিলো একই ঘটনা। আজ ফের পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে, আসল প্রশ্নপত্র ও লিক হওয়া প্রশ্নপত্র হুবহু মিলে যাচ্ছে। তবে গতকাল লিক হওয়া প্রশ্নপত্রে কিউ আর কোড দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এ দিন দেখা গেল, সেই কিউ আর কোডগুলি লাল কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু এমন কাজ করে অভিযুক্ত পরীক্ষার্থীরা কোনো ভাবেই রেহাই পাবে না সে কথা পরিষ্কার জানিয়েছে পর্ষদ। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজন পরিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।