নিউজ ডেস্ক: প্রতিবেশীর খামার থেকে চুরি হলো প্রায় পঞ্চাশ বস্তা ধান যার জন্য গ্রেফতার হল কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্র-সহ দু’জনকে। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করার পর ওই দুজনকে গ্রেফতার করে বাঁকুড়ার পাত্রসায়ের থানার পুলিশ।
সূত্রের খবর বাঁকুড়ার পাত্রসায়ের থানার ধগড়িয়া গ্রামের এক বাসিন্দার খামার থেকে চুরি যায়। রাতের অন্ধকারে এক বা একাধিক জন ট্রাক্টরে ধান চাপিয়ে চুরি করে নিয়ে পালিয়এ যায় । স্থানীয় এলাকায় থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা দেখেন, ট্রাক্টরে ওই ধান নিয়ে যাওয়া হচ্ছে।
এ ছাড়াও দেখা গেছে যে পিছনে একটি বাইকে দুই যুবক ট্রাক্টরটিকে অনুসরণ করে যাচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ওই গ্রামেরই দুই যুবককে গ্রেফতার করেছে পাত্রসায়ের থানার পুলিশ। এর মধ্যে একজন কলকাতার একটি নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র শুভদীপ বাড়ি।
শুভদীপের বাবা পেশায় শিক্ষক, দাদা ইঞ্জিনিয়র। পরিবারও যথেষ্ট স্বচ্ছল। ধৃত ছাত্রকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্বচ্ছল পরিবারের ওই পড়ুয়া কেন ধান চুরি করল সেই ব্যাপারে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।