নিউজ ডেস্ক - ভুল চিকিৎসার শিকার হয়ে প্রাণ হারালেন ‘দঙ্গল’ ছবির সেই বিখ্যাত ছোট্ট ববিতা ফোগট ওরফে সুহানি ভাটনগর। মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হল তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগেই এক দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরিবারের দাবি, যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছিল তা থেকে শরীরের তরলের মাত্রা দিন দিন বাড়তে শুরু করে। শুরু হয় পার্শ্বপ্রতিক্রিয়া। দিল্লির এইমস হাসপাতালে ভর্তিও করা হয় সুহানিকে। এত দিন আইসিইউতে চলছিল চিকিৎসা। কিন্তু শুক্রবার সেখানেই মারা যান তিনি।
এই ঘটনায় আমির খানের প্রযোজনা সংস্থা থেকে একটি বিবৃতিতে বলা হয়, “সুহানির এভাবে চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। ওঁর মা পূজা ও গোটা পরিবারকে আমাদের সমবেদনা। ও ভীষণ গুণী একজন মানুষ ছিল। ওকে ছাড়া দঙ্গল তৈরিই হত না।সব সময় আমাদের হৃদয়ে তারা হয়ে থাকবে তুমি। ভাল থেকো।” উল্লেখ্য বলিউডে দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপন ও ধারাবাহিকেও কাজ করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে পাশাপাশি চলছিল পড়াশোনা। কিন্তু মাত্র ১৯ বছর বয়েসেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।