রেল টেকনিশিয়ানের জন্য ৯,০০০ শূন্যপদে নিয়োগ করতে চলেছে রেল



 নিউজ ডেস্ক: গত ৩১ জানুয়ারি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)  টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে মোট ৯০০০টি শূন্যপদের জন্য RRB টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা পরীক্ষার জন্যে  rrbcdg.gov.in-এ অফিসিয়াল পোর্টালের মাধ্যমে RRB টেকনিশিয়ান ২০২৪-এর জন্য আবেদন করতে পারেন।

যদিও রেলওয়ে বোর্ড অনলাইন লিখিত পরীক্ষা এবং নথি ভেরিফিকেশন সংক্রান্ত তারিখ ও প্রকাশ করেছে। আরও জানা গেছে, প্রার্থীরা পাস হবে অনলাইন লিখিত পরীক্ষার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার ভিত্তিতে। এই বিষয়ে, রেল বোর্ড খুব শীঘ্রই অফিসিয়াল পোর্টালে এ বিষয় pdf প্রকাশ করবে।

তবে, টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক বা আইটিআই বা সার্টিফিকেট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে বয়স সীমা রয়েছে ১৮ থেকে ২৮ বছর। এর পাশাপাশি ৭তম বেতন কমিশন অনুসারে, RRB টেকনিশিয়ান পদের মূল বেতন প্রতি মাসে ১৯,৯০০ টাকা। নিয়োগের পরে প্রার্থীরা সমস্ত খরচ সহ প্রতি মাসে ৩৮,০০০ টাকা পর্যন্ত পাবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানা গেছে এই বিষয় সমস্ত তথ্য প্রকাশ হবে ফেব্রুয়ারি মাসে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন