নিউজ ডেস্ক - দিঘা যাওয়ার পথে যাত্রীবোঝাই বাস উলটে আহত হয়েছেন বহু যাত্রী । যদিও এখানও দুর্ঘটনায় মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। তবে গুরুতর আহত হয়েছেন অনেকেই। ঘটনাটি ঘটেছে কাঁথি ঢোকার ঠিক আগেই ৫ নম্বর রাজ্য সড়কের কাঁথি বেলদা রোডের পাশে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসটি আসানসোল থেকে দিঘার দিকে যাচ্ছিল। সেই সময় কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে যায়। বাস উলটে যাওয়ার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে আসেন। পরে খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। সেখানে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাস্তায় ঘন কুয়াশা ছিল। সেই কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিক চিকিৎসার পর আহতদের হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়।