নিউজ ডেস্ক - দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। কলকাতাও বৃষ্টিপাত হতে পারে। তবে আপাতত বৃষ্টির কারণে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ববর্ধমান, পশ্চিমবর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামে রবিবার হালকা বৃষ্টি হবে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারেও। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ছাড়া আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। অবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে আবার আবহাওয়া ঠিক হবে।।