অভিনেতা-রাজনীতিবিদের সাথে পর্নস্টারের তুলনা করায় তুমুল সমালোচনায় বং গাই

নিউজ ডেস্ক- দক্ষিণের অভিনেতা বিজয় থালাপতি কিছুদিন আগে অভিনয় ছেড়ে এবার থেকে রাজনীতি করার সিধান্ত নিয়েছেন। আর এই ঘোষণার পরই ফেসবুুকে একটা পোস্ট করেন কিরণ দত্ত। লেখেন, "সাউথের অভিনেতা বিজয় থালাপাতি রাজনীতি করবে বলে অভিনয় থেকে অবসর নিলো আর আমাদের গুলো সব জোয়ানি সিন্স। একইসাথে অভিনয়, রাজনীতি, ব্যবসা ,বেসুরো গান, টিকটক, ইউটিউব সহ একাধিক শিল্পে পারদর্শী।" যদিও সবশেষে নিজের এই পোস্টটি 'জোক' বা মজা বলেও উল্লেখ করেছেন তিনি। তবে তারপরেও রাজনীতিবিদের সঙ্গে পর্নস্টারের তুলনা করে স্বস্তি পাচ্ছেন না কিরণ। শুরু হয়ে গিয়েছে তুমুল চর্চা।  কেউ কেউ তাঁর পাশে দাঁড়ালেও অনেকেই তাঁর বিরোধিতা করেছেন। 

এইসব দেখে পাল্টা এক কমেন্টে কিরণ দত্ত লিখেছেন, "আমার আরেক জ্বালা আমি সব রাজনৈতিক দল নিয়েই খিল্লি করি। একদল মারতে আসলে, অন্য দলও বাঁচাতে আসবে না। তোমরাই আমায় সব প্লিজ জেলের সামনে গিয়ে ধরনা দিও"।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন