নিউজ ডেস্ক - বৃহস্পতিবার সকালে নদিয়ার কল্যাণীর ৭ নম্বর ওয়ার্ডে বিবাহের বাইরেও অন্য সম্পর্ক থাকায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মহিলাকে এলোপাথাড়ি কোপ মারে তাঁরই স্বামীর। আক্রান্ত মহিলার নাম শিবানী বর্মন। অভিযুক্ত স্বামীর নাম রাজেশ দাস। গুরুতর জখম অবস্থায় শিবানীকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে স্বামীর সঙ্গে থাকতেন না তিনি। যদিও রাজেশ তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী। বৃহস্পতিবার সকালে শিবানীকে ডাকেন রাজেশ। শিবানী রাজেশের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের মধ্যে ঝামেলা হয় ও সেই সময়ে তিনি এলাকা ছেড়ে চলে আসতে চাইলে। অভিযোগ ওঠে যে, তখনই রাজেশ ধারাল অস্ত্র দিয়ে শিবানীকে এলোপাথাড়ি কোপ মারেন। এরপর সঙ্গে সঙ্গে শিবানীকে গুরুতর জখম অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়।