এখনই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন ; অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক- শুক্রবার ভার্চুয়াল বৈঠকে লোকসভা নির্বাচনেরই সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা–কর্মীদের পথে নেমে কাজের নির্দেশ দিলেন তিনি। এদিকে আজ দলের ভার্চুয়াল বৈঠক থেকে বড় নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, "আর অপেক্ষা নয়। এখনই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন। শুধু মহিলা সাংসদরাই নন, সেদিন দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হন দলের বর্ষীয়ান সাংসদরাও। বীরবাহা হাঁসদা, মহুয়া মৈত্রদের দিল্লিতে কেমন করে নিগ্রহ করা হয়েছিল তা সবাই দেখেছেন। সাংসদদের, বিধায়কদের বলব এটা নিয়ে ব্যাপক প্রচার করুন। ব্লক, অঞ্চলে কথা বলে ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত নিন। গরিব মানুষের টাকা কেন্দ্রের সরকার আটকে রেখেছে। মানুষের কাছে তাও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে হবে।" 

অন্যদিকে সন্দেশখালিতে নারী নির্যাতন নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "সন্দেশখালি নিয়ে এত মাতামাতি করা হচ্ছে। আর চোপড়ায় বিএসএফের গাফিলতির কারণে চারটে ফুটফুটে বাচ্চা মারা গেল। সেখানে রাজ্যপাল যান না।" অভিষেক আরও বলেন, "বাংলায় মোট ৩৩৪৩টি অঞ্চল আছে। সেখানে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে একটা সহায়তা শিবির করবেন। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আমরা তথ্য সংগ্রহে নামছি। ১৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত রোজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই শিবির চলবে। এই শিবিরে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম আপনারা ফিলাপ করবেন।" 

এছাড়া অভিষেকের বক্তব্য, "যে জমিদাররা প্রকাশ্যে বলছেন আমরা বাংলার টাকা আটকে রাখব। সেই জমিদারদের বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে পর পর এসসি, এসটি এবং মহিলাদের উপর ধারাবাহিক নির্যাতন চলছে সেটা মানুষকে বলতে হবে। বুথের দায়িত্বে যাঁরা আছেন আগামী ১৫ দিন নিজেদের এলাকায় হাটে বাজারে মানুষের কাছে যান। তাঁদেরকে বলুন তৃণমূল কংগ্রেস কেমন করে মানুষের দাবি নিয়ে গত দু’‌বছর ধরে লড়াই করেছে।’‌আর তা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব।’"


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন