নিউজ ডেস্ক - আজ, বুধবার বিকেলে বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন লাগতেই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এমনকী দমকল মন্ত্রী সুজিত বসুও হাজির হন। যেহেতু এলাকাটা জনবহুল তার জন্য আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছিল বাহিনী। স্থানীয় প্রশাসন পুরো জায়গাটা ব্যারিকেড করে ঘিরে ফেলেছে। তবে ঠিক কেমন করে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পাওয়া গিয়েছে, সন্ধ্যে পৌনে ৬টা নাগাদও ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কাজ চালিয়ে যাচ্ছে। প্রথমে চারটি ইঞ্জিন আসে। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে ইঞ্জিনের সংখ্যা বাড়ায় দমকল বাহিনী।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাঁচতলা বিল্ডিংয়ের একতলায় আগুন লাগে প্রথমে। তারপর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেল পৌনে ৪টে নাগাদ সেন্ট্রাল ডেয়ারির নতুন ভবনে আগুন লাগে। তখন সেখানে কাজ চলছিল। মূলত যে বহুতলে আগুন লেগেছে, সেটা সেন্ট্রাল ডেয়ারির প্রশাসনিক ভবন বলেই জানা যাচ্ছে।