নিউজ ডেস্ক: মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোলপাড়া এলাকায বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরের ভিতরে প্রবেশ করে জিনিসপত্র নিয়ে গিয়েছে। পাশাপাশি ফ্রিজ খুলে মিষ্টি খেয়েছে। বাদ যায়নি চকোলেটও।র ঘটনা। বাড়ির মালিক নীলকমল অট্ট ও প্রণতি অট্ট সহ বাড়ির লোকজন গিয়েছিলেন বিয়ে বাড়িতে। ফলে ঘরে ছিলেন না কেউ। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরে প্রবেশ করে। চুরি করে নিয়ে যায় বাড়ির সমস্ত কিছু। বাদ দেয়নি গৃহস্থের বাজারও । প্যাকেট তেল থেকে পশু খাদ্য সহ বাড়ির দামি জিনিসপত্র সবই নিয়ে হাতিয়েছে তাঁরা।
শুধু তাই নয়, বাড়িতে বসে সারারাত ফ্রিজ থেকে মিষ্টি বের করে খেয়েছে। তারপর বাড়িতে চুরি করেছে। প্রণতি অট্ট বলেন, “আমরা দু’তিন দিন ঘরে ছিল না। বাড়িতে এসে চুরি করেছে। দু-তিনটে আলমারি ভেঙেছে। প্রায় চল্লিশ হাজার টাকা নগদ, ৮ লক্ষ টাকার সোনার গহনা সব নিয়ে পালিয়েছে। শুধু তাই নয়, ফ্রিজ খুলে মিষ্টি খেয়েছে, চকোলেট খেয়েছে। সারা ঘর নোংরা করেছে।” ইতিমধ্যেই পুরো বিষয় নিয়ে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।