নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড়ো পরীক্ষায় চিন্তার মধ্যে রয়েছেন বহু ছাত্র ছাত্রী। তারই মাঝে খুশির খবর দিলো পূর্ব মেদিনীপুর জেলার বাস মালিক সংগঠন। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য পরীক্ষার্থীদের বাস ভাড়া সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে মেদিনীপুর জেলার বাস মালিক সংগঠন পূর্ব পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের বাস ভাড়া মুকুব করছে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের যাওয়ার পথে সরকারি ও বেসরকারি বাসে কোনও ভাড়া দিতে হবে না।উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার মোট ৬৬২২১ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা—৩১৮৬৪ জন, ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা—৩৪৩৫৭ জন। পূর্ব মেদিনীপুর জেলা বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের বাস ভাড়া দিতে হবে না। তবে অভিভাবক যদি যান তাহলে তাঁকে ভাড়া দিতে হবে। বাস ভাড়া দিতে হবে না শুধু মাধ্যমিক পরীক্ষার্থীদের।