নিউজ ডেস্ক: এমপি ডিকে সুরেশের বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। ডি কে সুরেশ এর আগে দাবি করেন সরকারি তহবিলের টাকা যদি ঠিকঠাক না দেওয়া হয় তবে দক্ষিণের রাজ্য়গুলি পৃথক রাজ্য়ের দাবিতে আন্দোলন করবে। প্রহ্লাদ যোশী জানিয়েছেন, "দেশকে ভাগ করতে চায় কংগ্রেস। এটা তাদের পুরনো ঐতিহ্য। এটা তারা বজায় রেখেছে। যে সংবিধানকে সামনে রেখে আমরা শপথ নিই সেই সংবিধানের অপমান হচ্ছে এতে। আমি দাবি করছি গোটা বিষয়টি স্পিকার এথিক্স কমিটির কাছে পেশ করুক। ওরা দক্ষিণ ভারতের জন্য় পৃথক দেশ চাইছে। কিন্তু আমি বলতে চাই যে আমিও দক্ষিণ ভারত থেকে এসেছি। এস জয়শঙ্করও দক্ষিণ ভারতের বাসিন্দা। এই দেশ যাতে অবিভক্ত থাকে তার সব চেষ্টা আমাদের করতে হবে। এনিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না।"
অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ডিকে সুরেশ। সেই সময় দাবি করেন, দক্ষিণ ভারতের রাজ্য় থেকে কর আদায় করা হচ্ছে আর সেটা উত্তরের রাজ্য়গুলিতে বণ্টন করা হচ্ছে। এ নিয়ে এবার দক্ষিণের রাজ্যগুলি আওয়াজ তুলবে। এই অবিচার বন্ধ না হলে এবার পৃথক দেশের দাবি তুলবে দক্ষিণ ভারতের রাজ্য়গুলি। তবে কংগ্রেসের একাধিক নেতৃত্ব এই দাবির সঙ্গে একমত হতে চাননি। তারা এক ও অখন্ড ভারত চান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজেই জানিয়ে দেন, "যদি কেউ এই দেশকে ভাঙতে চায় তবে তিনি যে দলেই থাকুন না কেন মল্লিকার্জুন খাড়গে নিজেই দাবি তুলবেন কাশ্মীর থেকে কন্য়াকুমারী আমরা একটাই দেশ।"