নিউজ ডেস্ক - পশ্চিম মেদিনীপুরে নয়াবসত গ্রামে মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নরনারায়ণ সেবা ও ভোগ খাওয়ানোর অনুষ্ঠানে বিপত্তি। মন্দিরের প্রসাদ খেয়ে অসুস্থ হলেন প্রায় ৩০০ জন। তাঁদের মধ্য়ে রয়েছেন এক গর্ভবতী মহিলাও। অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য গ্রামে মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে। তবে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার জেরে এই অবস্থা।
বৃহস্পতিবার গড়বেতা ৩ ব্লকের নয়াবসত গ্রামে বাবা শান্তিনাথ জিউয়ের মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে উৎসব চলছিল। ভোগও খাওয়ানো হয়। কিন্তু সেই প্রসাদ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। বমি, পেটব্যথা শুরু হতে থাকে দরখোলা, খড়িকাশুলি, কালিন্দীপাড়া, ভেলাইটিকরি গ্রামের বাসিন্দাদের। খবর পেয়ে শুক্রবার গ্রামে পৌঁছে যায় মেডিক্যাল টিম। সেখানেই ক্যাম্প করে শুরু হয় চিকিৎসা। শুক্রবার যদিও জানা যাচ্ছে যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।