নিউজ ডেস্ক: শুক্রবার ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা শুরুর আধ ঘণ্টার মধ্যে পরীক্ষাকেন্দ্রের বাইরে চলে এল বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে সেই প্রশ্নপত্রে দেখে ২ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। তার আধ ঘণ্টার পরই মালদা জেলায় মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। ঘটনার খবর পেতেই তদন্ত শুরু করেন মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রে থাকা গোপন কোড মিলিয়ে মালদার ২টি স্কুলের ২ পরীক্ষার্থীকে সনাক্ত করে তারা। তাদের পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করে পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবছরের মাধ্যমিকের প্রশ্নপত্রে বিশেষ গোপন কোড রয়েছে বলে জানানো হয়েছিল। সেই কোডের সাহায্যে প্রশ্নপত্র প্রকাশ করে দেওয়ার অভিযোগে ২ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে মালদায়। মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার প্রতিটি প্রশ্নপত্রে নির্দিষ্ট গোপন কোড লুকিয়ে রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ।