নিউজ ডেস্ক - উত্তরপ্রদেশের কাসগঞ্জে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৭ শিশু-সহ অন্তত ১৫ জন তীর্থযাত্রীর। এছাড়াও অনেককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে হরিদ্বারে গঙ্গাস্নানের জন্য ট্রাক্টরে করে যাচ্ছিলেন যাচ্ছিলেন গ্রামের বাসিন্দারা। কদরগঞ্জে যাওয়ার পথেই কাসগঞ্জে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। সুত্রের খবর, মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারান ট্রাক্টরের চালক। সঙ্গে সঙ্গে তা উলটে কর্দমাক্ত পুকুরে গিয়ে পড়ে। এমন ঘটনা ঘটতেই স্থানীয়রা ভিড় জমান। খবর দেওয়া হয় পুলিশেও। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।