নিউজ ডেস্ক - বুধবার সরস্বতী পুজো। কিন্তু মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে বৃষ্টি। হাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রাজ্যে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই হতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস দিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। ফলে ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পুরুলিয়া,বাঁকুড়া,দুই বর্ধমান,বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
জানা গেছে, ১৫ তারিখ কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। বৃষ্টির কটাদিন সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
Tags
Weather Report