নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শনিবার ছিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। তাতেই যেন দুর্ঘটনার শেষ নেই। আবার গেল প্রাণ। শ্যামনগর হাইস্কুলে সিট পড়েছিল কাঁকিনাড়ার রাজকুমার সাউয়ের। পরীক্ষা শেষে ট্রেনে করে বাড়ি আসার পথে কাঁকিনাড়া স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে যায় রাজকুমার। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জে এন এম হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন। ছেলেকে হারিয়ে শোকের ছায়া ভাটপাড়া ৫ নম্বর সাইটিংয়ের ৮ নম্বর ওয়ার্ডে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কাকিনাড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেন থেকে বাইরে থুতু ফেলতে যায় ওই ছাত্র। তখনই ২৮ নম্বর রেলগেটের কাছে লাইনের ধারে থাকা পোস্টারে ধাক্কা লাগে ও ট্রেন থেকে পড়ে যায়।
Tags
WEST BENGAL