নিউজ ডেস্ক - শনিবার সেই মিঠুন অসুস্থ হয়ে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। তাই তাঁকে দেখতে হাসপাতালে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, শারীরিক পরিস্থিতি নিয়ে কথা হয় তাঁদের। মিঠুন এদিন হাসতে হাসতেই বলেন, শনিবারও শুটিংটা করতে পারলে ভাল হত। ৭৩ বছর বয়সি এই অভিনেতার ব্রেনস্ট্রোক হয় বলে হাসপাতালের তরফে জানানো হয়। তাঁর মস্তিষ্কের এমআরআই করা হয়। গঠিত হয় মেডিক্যাল টিম। বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হয়।
সুকান্ত মজুমদারের পাশাপাশি শনিবারই তাঁকে দেখতে যান সোহম চক্রবর্তী, দেব, রাজ চক্রবর্তী। তাৎপর্যপূর্ণভাবে এদিন তাঁকে যাঁরা দেখতে গিয়েছিলেন সকলেই তৃণমূলের তারকা-জনপ্রতিনিধিও। যে দল এক সময় মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় সাংসদ হিসাবে পাঠিয়েছিল। যদিও একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।