নিউজ ডেস্ক - গরু ও কয়লাপাচার কাণ্ডে বোলপুরে তৃণমূল কার্যালয়ে হানা দিল ইডি। সঙ্গে বোলপুর BLRO অফিস, রেজিস্ট্রি অফিস ও এক তৃণমূল নেতার বাড়িতে ইডির তল্লাশি চলছে। প্রথা ভেঙে সোমবার বিকেলে বোলপুরে তল্লাশি শুরু করেন ইডির গোয়েন্দারা। বোলপুরে কয়েক কোটি টাকা খরচ করে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছিলেন অনুব্রত। এবার ইডির নজর সেই পার্টি অফিস। ইডি সূত্রে খবর, গরু ও কয়লা পাচারে সম্প্রতি গুরুত্বপূর্ণ তথ্যের ওপরে ভরসা করেই সোমবার তৃণমূল পার্টি অফিসে হানা দিয়েছেন গোয়েন্দারা। একই সঙ্গে এক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চলছে।
বোলপুর ও সংলগ্ন এলাকায় প্রচুর জমির মালিক হয়েছিলেন অনুব্রত, তাঁর কন্যা সুকন্যা ও অনুব্রতর অনুগামীরা। অভিযোগ, গ্রামবাসীদের হুমকি দিয়ে জলের দরে জমি লিখিয়ে নিতেন অনুব্রত।
Tags
WEST BENGAL