নিউজ ডেস্ক - রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহ এর শেষ ভাগে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলি সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও হতে পারে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অসমের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং একটি পশ্চিমি ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবারের মধ্যে ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। তার ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ ছাড়া ও চার-পাঁচ জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও সমান ভাবা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে সূত্র মারফত খবর।