নিউজ ডেস্ক- কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মন্তব্য, কোনও বিষয়ে বিরুদ্ধমত রাখলেই, বাড়িতে চলে আসবে ইডি! দিল্লি থেকে বাংলা, বিহার থেকে মহারাষ্ট্র কিংবা তামিলনাড়ু , একের পর এক রাজ্যে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "লাঠি চালাচ্ছে, লাঠি। ডান্ডা চালাচ্ছে, ডান্ডা। আমি একটা সরকারে আছি, বলে আমি বুঝি। ন্যায় সংহিতা না কী সব করেছে! ন্যায় সংহিতা না অন্যায় সংহিতা, আমাকে তো পড়তে হবে! আমাকে তো দেখতে হবে, কী কী আছে সেটায়! না দেখেই, পরের দিনই ফোন! অর্থাৎ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে"
এরপর নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, "এত ভাল প্রধানমন্ত্রী আমি কখনও দেখিনি। জীবনে দেখিনি। আমি ৭ বার এমপি ছিলাম, ৪ বার কেন্দ্রীয় সরকারে কাজ করেছি, ৩ বার এই বিধানসভাতেও আছি। তাই রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রী দেখেছি, তাঁর সঙ্গে কাজ করেছি। আমি হ্যাঁ, মনমোহন সিংকে দেখেছি, আমি তাঁর সঙ্গে কাজ করেছি। আমি নরসিংহ রাওকে দেখেছি, তাঁর সঙ্গে কাজ করেছি। আমি গুজরালজি এবং অন্যদের সঙ্গে কাজ করেছি, এমনকি দেবগৌড়াজির সঙ্গেও কাজ করেছি । কিন্তু 'এতো কিউট, এত মিষ্টি' আর 'এতো ভালো' প্রধানমন্ত্রী দেখিনি!"