নিউজ ডেস্ক - ১ ফেব্রুয়ারি ৫২ বছর বয়সী এক মহিলার গায়ে আগুন লাগায় শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। চিকিৎসার জন্য দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। সোমবার সকালে ওই মহিলার বাড়ির লোক দেখেন, তাঁর চোখ বন্ধ। শ্বাসও নিচ্ছেন না তিনি। পরিবারের লোকেরা ভেবেছিলেন ওই মহিলার মৃত্যু হয়েছে। শ্মশানে গিয়ে সমস্ত রীতি মেনে করা হয়েছিল সৎকারের কাজ। কাঠের চুল্লিতে দেহ চাপানো হলে তাকিয়ে ওঠেন ওই মহিলা। উঠে বসেন চিতা থেকে।
চিতা থেকে মৃত মহিলার বসে ওঠার ঘটনা ঘটেছে ওড়িশার বারহামপুরে। সোমবার সাড়া শব্দ বন্ধ হওয়ার পর সবাই ভেবেছিলেন তিন মারা গিয়েছেন। কিন্তু শ্মশানে নিয়ে যাওয়ার পর সৎকারের আগেই জেগে ওঠেন মহিলা। প্রথমটায় সবাই হতচকিত হয়ে যান। সম্বিত ফিরতেই বুঝতে পারেন, বেঁচে আছেন মহিলা। যে গাড়িতে করে তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িতেই ফিরিয়ে আনা হয় বাড়িতে। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।