নিউজ ডেস্ক - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফাউন্ডেশনের ৫০ বছর উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে গুজরাটে গিয়েছিলেন। আমুল ব্রান্ডের সংস্থার গোল্ডেন জুবিলিতে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল যেখানে আমুলের বিভিন্ন সময়ের মুহূর্ত উঠে এসেছে যা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে উপস্থিত দুগ্ধ উৎপাদকদের উদ্দেশে বক্তৃতাও দেন। যাতে তিনি বলেন যে তাঁর সরকার কৃষকদের কল্যাণে চেষ্টার খামতি রাখে না।
আমুলের অনুষ্ঠানে দুগ্ধ উৎপাদনকারী প্রায় ১ লক্ষ ২৫ হাজার কৃষক বৃহস্পতিবার হাজির ছিলেন । গুজরাটের ১৮ হাজার ৬০০ গ্রাম থেকে এসেছিলেন তাঁরা। বিখ্যাত আমুলের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, “স্বাধীনতার পর থেকে দেশে প্রচুর ব্রান্ড তৈরি হয়েছে। কিন্তু আমুলের মতো কেউ হয়নি। ভারতের গবাদি পালকদের শক্তির প্রতীক আমুল।” তিনি আরও জানান, “আমুল মানে বিশ্বাস, আমুল মানে উন্নয়ন, আমুল মানে জনগণের যোগদান, আমুল মানে কৃষকদের ক্ষমতায়ন, আমুল মানে ভারতের আত্মনির্ভরতা।” এছাড়া ও দুগ্ধ উৎপাদন শিল্পে ভারতের অগ্রগতি নিয়ে নিজের বক্তব্যে তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, “আমরা বিশ্বের সর্ববৃহৎ দুগ্ধ উৎপাদনকারী দেশ। এই ক্ষেত্রে দেশের ৮ কোটি মানুষ সরাসরি জড়িয়ে। এই সেক্টরের টার্নওভার ১০ লক্ষ কোটি টাকা।”
উক্ত দিনের অনুষ্ঠানে পাঁচটি ডেয়ারি প্রকল্পেরও উদ্বোধন করেন এছাড়াও ৫০ হাজার লিটারের আইসক্রিম প্ল্যান্টের ও সেই সঙ্গে গুজরাটে প্রায় ২২ হাজার ৮৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।