নিউজ ডেস্ক - মঙ্গলবার, খড়গপুরে এয়ার ফোর্সের প্রশিক্ষণ চলাকালীনর শুকনিবাসা, দিয়াসা এলাকায় ভেঙে পড়ল একটি আস্ত যুদ্ধবিমান। প্যারাসুটে নীচে নেমে এসে কোনওরকমে প্রাণ বাঁচালেন দু’জন পাইলট। মঙ্গলবার দুপুর ৩টা ৩৫ মিনিট দিয়াসা এলাকায় একটি ধান জমিতে যুদ্ধবিমান ভেঙে পড়ে। বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। বুঝতে না পেরে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন তাঁরা। পরে জানতে পারেন ধান জমিতে ভেঙে পড়েছে বায়ুসেনার যুদ্ধবিমান। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
কলাইকুন্ডা এয়ারবেস থেকে বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে অকুস্থলে পৌঁছন। কী কারণে দুর্ঘটনা সেটা খতিয়ে দেখছেন এয়ারফোর্সের অফিসাররা। তবে দুই পাইলট প্রাণে বেঁচে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন।
Tags
WEST BENGAL