নিউজ ডেস্ক; মার্চের শুরুতেও ভোরের দিকে হালকা শীত অব্যাহত তবে দুপুরের দিকে কিছুটা গরম অনুভূত হতে পারে। আগামী ৫দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, সপ্তাহান্তে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুক্রবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। আজ থেকে আগামী ৫দিন রাতের দিকে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সপ্তাহ শেষে উত্তরবঙ্গ সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সেই সঙ্গে একাধিক জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, শনি রবি সোম রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে রবি ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে চলবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১° কম সর্বনিম্ন তাপমাত্রা ২০.০৭° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৩ শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ তবে আগামী ৫দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
Tags:
কলকাতা