নিউজ ডেস্কঃ রবিবার রাতে নৈহাটিতে স্বামীর সঙ্গে অশান্তির জেরে সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন মহিলা। মহিলার নাম বিশ্বমিত্রা অধিকারী। জানা গিয়েছে, ৪ বছরের ছেলেকে খুন করে নিজে আত্মহত্যা করেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরেই মহিলা আত্মহত্যা করেছেন। তবে ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিলার স্বামী প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনই অশান্তি লেগে থাকত। রবিবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন শুভঙ্কর। এরপর আবার তাদের মধ্যে অশান্তি হয়। অভিযোগ, এর পরে স্বামীর সঙ্গে ঝগড়াও করে মহিলা অভিমানে প্রথমে নিজের ৪ বছরের সন্তানকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন এরপর নিজেও গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। যদিও শুভঙ্করের পরিবারের সদস্যরা এই ঘটনাকে আত্মহত্যা বলেই দাবি করেছে। যদিও এক্ষেত্রে মা ও ছেলেকে খুন করা হয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।