নিউজ ডেস্ক- উচ্চমাধ্যমিকের প্রথমদিনই একাধিক জায়গায় পরীক্ষাকেন্দ্র নিয়ে ভোগান্তিতে পড়তে হলো পরীক্ষার্থীদের। এক জায়গায় সিট পড়লেও ভুল করে অন্য স্কুলে গিয়ে হাজির হয় পরীক্ষার্থীরা। মালদহের একটি স্কুলে এমনটা ঘটেছে বলে এদিনই সাংবাদিক বৈঠক করে জানান, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। একই অভিযোগ উঠেছে লেকটাউনের একটি স্কুলেও। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকে। কিন্তু উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তার উল্লেখ থাকে না।
এদিন চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “মালদহে একটি স্কুলে ৭-৮ জন ভুল ভেন্যুতে চলে যায়। হেড অব দ্য ইনস্টিটিউশনের কথায় তারা গেলেও সেটা সঠিক ভেন্যু ছিল না। এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকে না। আজকের ঘটনার পর আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকবে।” উল্লেখ্য, শুক্রবার ছিল বাংলা পরীক্ষা। ৭ লক্ষের উপর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। চিরঞ্জীব ভট্টাচার্য আরও বলেন, “৯টা ৪৫ এ পরীক্ষা শুরু হয়। ১১.৩০ নাগাদ একটা প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হয়। কিন্তু ওটা আমাদের প্রশ্নপত্র নয়।”