নিউজ ডেস্ক - রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করা হল। মাসিক বেতন আরও ১ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছেএবারের বাজেটে। এতদিন তাঁরা ৯ হাজার টাকা বেতন পেতেন। এবার তা বেড়ে ১০ হাজার টাকা হল। রাজ্য পুলিশে ১৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশ বা ভিলেজ পুলিশ-সহ যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে ২ লক্ষ টাকা অথবা ৩ লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের সেই টাকার পরিমাণ আরও বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
এর পাশাপাশি চুক্তিভিত্তিক গ্রুপ ডি ও সি কর্মীদের মাসিক বেতন যথাক্রমে ৩ হাজার টাকা ও সাড়ে ৩ হাজার টাকা করে বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এদিন। জানা গিয়েছে, মোট ২৮৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে এর জন্য। অন্যদিকে মিডডে মিলের রাঁধুনিদের মাসিক ভাতাও ১ হাজার টাকা থেকে তা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হবে।