নিউজ ডেস্ক - এবার থেকে আর যশোর রোড থেকে ঘুরে ঘুরে যেতে হবে না দমদম স্টেশনের দিকে। কারন অবশেষে চালু হল দমদম ব্রিজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সোমবার এই দমদম ব্রিজের উদ্বোধন করলেন। এবার সরাসরি নাগেরবাজার মোড় থেকে গাড়ি দমদম স্টেশনের দিকে চলে যাবে। ব্রিজ ভাঙার কাজ শুরু হওয়ার পর থেকেই এই রাস্তা দিয়ে যান সরাসরি দমদম স্টেশনের দিকে যেতে পারছিল না গাড়ি। তবে দীর্ঘ অপেক্ষার অবশেষে ফের দমদম ব্রিজের উপর দিয়ে চলবে গাড়ি।
সোমবার দমদম ব্রিজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস ও স্থানীয় তৃণমূল সাংসদ সৌগত রায়। প্রায় ২৩ কোটি ৫৪ লাখ টাকা খরচ করে এই ব্রিজ তৈরি করেছে পূর্ত দফতর। প্রসঙ্গত, প্রাথমিকভাবে ২০২৩ সালের এপ্রিলে নতুন করে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। আর অবশেষে ২০২৪ সালে এই কাজ শেষ হয়।
Tags
কলকাতা