নিউজ ডেস্ক - সম্প্রীতি কয়েকদিন আগে পিঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল নাকের জল এক হয়েছিল। এখন আবার রসুনের দাম আগুন ছোঁয়া। যেখানে এক কেজি রসুন ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যেত। আর সেই রসুনের ১০০ গ্রামের দাম গিয়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৬০ টাকা। মধ্যবিত্ত মানুষের রান্না ঘরে নিত্যপ্রয়োজনীয় জিনিস হচ্ছে রসুন। আর সেটা কিনতেই পকেটে টান পড়ছে তাদের। ১ কেজি রসুনের দাম ৬০০ টাকা।
সাধারণত শীতের শেষে রসুনের দাম অনেকটাই কমে যায় ফলে দামও কম হয়। কিন্তু চলতি মরশুমে একেবারেই বিপরীত ঘটনা। জমি থেকে রসুন ওঠার সময় কয়েকগুণ দাম বৃদ্ধি পেয়েছে রসুনের। বিক্রেতারা বলছেন, জোগান কম বলেই দাম বাড়ছে। মূলত এবার ফলন কম হওয়ায় এই বিপত্তি দেখা দিয়েছে। অসময়ে বৃষ্টির জেরে ফলন কম হয়েছে রসুনের। আপাতত বাজারে নতুন রসুন না আসা পর্যন্ত দাম কমার কোনও সম্ভাবনা নেই।অন্যদিকে ভিন রাজ্যের রসুনের উৎপাদন কম হয়েছে। তাই বাংলায় দাম বৃদ্ধি পাচ্ছে।