নিউজ ডেস্ক: লস এঞ্জেলসের বিলাস বহুল বাড়িতে ২০১৯ সাল থেকে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তবে হঠাৎ ২ কোটি টাকার বাড়ি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। মেয়েকে নিয়ে সেখানে আর থাকতে পারছেন না তিনি। কারণ তিনি যবে থেকে বাড়ি কিনেছিলেন জলের সমস্যা ছিল। যা নিয়ে বিক্রেতার সঙ্গে একাধিকবার কথাও হয়েছিল তাঁদের। জল লিক হয়ে যাওয়া, জল জমে যাওয়ার কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে, যার জন্যে সেখানে বসবাস করা আর সম্ভব হচ্ছে না জুটির। সূত্রের খবর, বহু দিন ধরে চলছে এই সমস্যা। বসবাসের ক্ষেত্রে সমস্যার কারণেই যে তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক সম্প্রতি ভারতে এসেছিলেন, নিকের কনসার্টের জন্য। জোনাস ব্রাদারস ব্যান্ড চুটিয়ে পারফর্ম করে গেলেন মুম্বইতে।
Tags
bollywood