নিউজ ডেস্ক - ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের এক সাবমেরিনকে সমাধি করেছিল ভারত। ভারতীয় নৌসেনার দক্ষতায় বঙ্গোপসাগরের বুকেই খণ্ড-বিখণ্ড হয়ে সমাধিস্থ হয়েছিল পাকিস্তানের ওই সাবমেরিন। তবে প্রায় ৫০ বছর পরে, সেই পাকিস্তানি সাবমেরিনকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনার ডিপ সাবমার্জেন্স রেসকিউ ভেইকল (DSRV) সম্প্রতি সন্ধান পেয়েছে বহু বছর আগে ধ্বংস হয়ে যাওয়া পাকিস্তানি সেই ডুবোজাহাজের। জানা গিয়েছে, ভাইজাগের উপকূল থেকে খুব কাছেই পিএনএস গাজি নামক ওই সাবমেরিনকে খুঁজে পাওয়া গিয়েছে।
উল্লেখ্য যে, একাত্তরের যুদ্ধের সময় এই পাকিস্তানি সাবমেরিনের পতনই পাকিস্তানের পতনের কারন হয়ে দারিয়েছিল। পাকিস্তানি নৌসেনার ৯৩ জনকে নিয়ে বঙ্গোপসাগরের বুকে সলিল সমাধি হয়েছিল পিএনএস গাজির। যা এই ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল।
Tags
India