নিউজ ডেস্ক- সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার একটি কলেজে। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি এবং বিজেপির ছাত্র সংগঠনের মধ্যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। আবার কলকাতার যোগমায়া দেবী কলেজে ছাত্র সংগঠন ডিএসও এবং টিএমসিপির কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। দুই সংগঠনের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।
জানা গিয়েছে, নন্দীগ্রাম সিতানন্দ কলেজে এবার দুটো সরস্বতী পুজো হচ্ছে। একটি আয়োজন করা হয়েছে টিএমসিপির তরফে এবং অন্যটি আয়োজন করা হয়েছে এবিভিপির তরফে। ক্যাম্পাসের গেটের মুখেই সরস্বতী পুজোর আয়োজন করেছে এবিভিপি। তারা সরস্বতী পুজোর মণ্ডপের সামনে বিজেপির পতাকা লাগিয়ে রেখেছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের লোকজন পতাকা খুলে নেয়। এই নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে টিএমসিপি। তাঁরা জানায়, এবিভিপি ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় পুলিশে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, যোগমায়া দেবী কলেজের ছাত্র ইউনিয়ন ডিএসও’র দখলে রয়েছে। তাদের অভিযোগ, আশুতোষ কলেজ এবং শ্যামাপ্রসাদ কলেজের বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা তাদের সরস্বতী পুজোয় বাধা দেয়। তারা তাদের উপর মারধর করে। পালটা তৃণমূল ছাত্র পরিষদ ডিএসওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে বিপত্তি ঘটে। তবে ডিএসও’র দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে সব পরিষ্কার হয়ে যাবে।