নিউজ ডেস্ক - সমকামী সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই যুবতীর গলায় কোপ। রক্তাক্ত অবস্থায় ভর্তি হাসপাতালে। আহত যুবতীর বাড়ি রায়গঞ্জের শক্তিনগর এলাকায়। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ২০২২ সালে পরিচয়। তারপর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। দেখা, কথা সবই চলতে থাকে। সম্পর্কও তৈরি হয়। কিন্তু, সম্প্রতি সেই সম্পর্কে অজ্ঞাত কোনও কারণে চিড় ধরতেই ঝামেলা।
সুত্র অনুযায়ী ২০২২ সালে রায়গঞ্জের বন্দর শ্মশান কলোনি এলাকার অন্য এক মহিলার সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। বছর দুয়েকের কাছাকাছি সময় ধরে ভালই চলছিল সম্পর্ক। এরইমধ্যে আচমকা সেই সম্পর্কে ফাটল ধরে। আহত মহিলা জানাচ্ছেন তাঁকে তাঁর সঙ্গী এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। শুক্রবার রাতে শক্তিনগরের ওই যুবতী বন্দর শ্মশান কলোনি এলাকার ওই মহিলার বাড়ি যান ও সেখানেও তাঁদের মধ্যে ঝামেলা হয়। সেই সময় ঘরে এক পুরুষের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। সেখানেই ওই যুবতী ছুরিকাহত হন বলে জানা যায়। যদিও তাঁর পরিবারের দাবি তিনি নিজেই এই কাণ্ড ঘটিয়েছেন।