"অমৃত ভারত রেল প্রকল্প" উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 



নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রেল স্টেশনকে প্রধানমন্ত্রীর মাধ্যমে রূপ পাল্টানো হচ্ছে । রূপ পাল্টে দেওয়া হচ্ছে স্টেশনগুলির। সোমবার অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের উৎঘটন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । তালিকায় রয়েছে বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশন যেমন ব্যান্ডেল, চন্দননগর, ডানকুনি, নৈহাটি, গেদে, বনগাঁ, বালুরঘাট-সহ রাজ্যের বিভিন্ন রেল স্টেশন । সোমবার এই ভার্চুয়ালি শিলান্যাসের অনুষ্ঠানে ব্যান্ডেল স্টেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণের জন্য প্রচুর অর্থ খরচ করা হচ্ছে। পূর্বের রূপ বদলে ফেলে বিশ্বমানের রূপ দেওয়া হবে ব্যান্ডেল স্টেশনকে। যার জন্য খরচ হবে প্রায় ৩০৭ কোটি টাকা। এ ছাড়াও চন্দননগর স্টেশনের আধুনিকীকরণের জন্য খরচ হবে ১৮ কোটি ৩৪ লাখ টাকা। ডানকুনি স্টেশনে নতুন করে সাজিয়ে তোলার জন্য খরচ হবে ১৫ কোটি ৬ লাখ টাকা।

এর পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গেদে স্টেশনের রূপ পাল্টানো হবে। গেদে স্টেশনের আধুনিকীকরণের জন্য খরচ হবে প্রায় ১৮ কোটি ৫ লাখ টাকা, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ স্টেশনকে সাজিয়ে তুলতে খরচ করা হচ্ছে প্রায় ২৮ কোটি টাকা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেশনকে নতুন করে সাজাতে প্রায় ২৪ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

রেল সূত্রে খবরের মাধ্যমে জানা যাচ্ছে এই অমৃত ভারত রেল স্টেশনের প্রকল্পের আওতায় ডানকুনি স্টেশনকে সৌন্দর্যায়নের ভিন্ন মাত্রায় পৌঁছে দেওয়া হবে। সেখানে চলমান সিড়ি থেকে শুরু করে ফুড কোর্ট, স্টেশন চত্বরে ঢোকা ও বেরনোর জন্য আলাদা যাতায়াতের পথ-সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হবে। এর পাশাপাশি উন্নতমানের পার্কিং-এর ব্যবস্থাও রাখা হবে এখানে ফলে যাত্রীদের কোনো প্রকার অসুবিধা দেখা যাবে না।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন