নিউজ ডেস্ক - কলকাতা মেট্রোতে আত্মহত্যার চেষ্টার জেরে সাময়িকভাবে বিঘ্নিত হল মেট্রো রেল পরিষেবা। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধে ৬টার কিছু পরেই এক যাত্রী যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন। ঝাঁপ দেন মেট্রোর ডাউন লাইনে। সন্ধেবেলা অফিস ছুটির সময়ে এই অঘটনের জেরে সমস্যায় পড়েছেন মেট্রো যাত্রীরা। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল।
শুধু কলকাতা নয়, শহরতলি এমনকী মফঃস্বলের থেকেও বহু মানুষ নিত্যদিন মেট্রো পরিষেবা ব্যবহার করেন। আজ আচমকা এই বিপত্তির জেরে সমস্যায় পড়েছেন অনেকেই। অনেকেই মাঝপথে মেট্রো ছেড়ে বাস রুটে ফিরতে হচ্ছে। তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।