নিউজ ডেস্ক: দিল্লিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে ক্যাগ রিপোর্ট নিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেছেন ২ লক্ষ কোটি টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে ক্যাগ রিপোর্টে। আরও দাবি, জিএসটি কার্যকর হওয়ার পর থেকে কোনও অডিট হয়নি রাজ্যে। শুভেন্দু বলেন, “পঞ্চায়েত ও জেলা পরিষদে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পাঠাচ্ছে কেন্দ্র। আর সেই টাকা দিয়ে ইলেকট্রিক বিল পে করা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রের টাকা নিচ্ছে রাজ্য।”
যে অর্থ কমিশনের টাকা উন্নয়ন খাতে খরচ করার জন্য পাঠানো হয়, সেটা দিয়েই বিডিও অফিস থেকে নবান্ন, সব জায়গার ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে বলে তাঁর দাবি। উল্লেখ্য, রাজ্যের টাকা আটকে রেখেছে বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে রাজ্য তথা মুখ্যমন্ত্রী মমতা।