নিউজ ডেস্ক- মালদহ শহরে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ফের নিখোঁজ হলো এক মহিলা। স্ত্রীর খোঁজ পেতে স্বামী পুলিশের দ্বারস্থ হয়েছেন । ঘটনাটি ইংরেজবাজারের সর্বমঙ্গলাপল্লি এলাকায়। নিখোঁজ গৃহবধূর স্বামী জানান, "ঘটনার দিন সরস্বতী পুজো করতে বেরিয়ে গিয়েছিলাম। স্ত্রীর বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল।" স্ত্রীর বাড়ি থেকে বেরোনোর ঘণ্টা খানেক বাদে ভাইয়ের স্ত্রী বাচ্চাকে আনতে স্কুলে যান। আরও জানা যায়, সেই সময় তাঁর শাশুড়ির সঙ্গে তাঁর দেখা হয়। তখনই তিনি জানতে পারেন, স্ত্রী বাবার বাড়িতে পৌঁছয়নি। তারপর থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি। কিন্তু ফোন বন্ধ থাকায় স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এরপর সারাদিন স্ত্রীর খোঁজ না পেয়ে রাতে ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। যদিও এখনও পর্যন্ত ওই মহিলার খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Tags
WEST BENGAL