নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে। এ সময়ে ঘাটালের তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে সরে দাঁড়ালেন দেব। শনিবার ৩ ফেব্রুয়ারি একসঙ্গে তিনি এই তিনটি পদে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে তিনটি চিঠি পাঠিয়ে ইস্তফা দেন। দেব এদিন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে যে তিনটি চিঠি পাঠিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন যে বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি এবং ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রসঙ্গত বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে দেব হয়তো এবার রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।অভিনয়েই তিনি তাঁর সম্পূর্ণ মন দেবেন।
লোকসভার ঠিক আগেই এই ইস্তফা দেখে অনেকেই বড় কিছুর আভাস পাচ্ছেন। সূত্রের খবর অনুযায়ী দেব যে এদিন তিন পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সেটা তাঁর দলের কাছেই খবর ছিল না। এমনকি তিনি কেন ইস্তফা দিলেন সেটাও স্পষ্ট নয়।