নিউজ ডেস্ক - শুক্রবার গণঅভ্যুত্থানের সন্দেশখালিতে জ্বলে উঠল ক্ষোভের আগুন। সন্দেশখালির জেলিয়াখালিতে পলাতক তৃণমূল নেতা শিবু হাজরার মুরগির খামারে আগুন ধরিয়ে দিলেন উত্তেজিত মহিলারা। বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় সেখানে। এদিনও একদল মহিলা বাঁশ – কাটারি নিয়ে বিক্ষোভ দেখাতে দেখাতে তৃণমূলের জেলা পরিষদ সদস্য শিবু হাজরার মুরগির খামারের সামনে জড়ো হন। এর পর খামারে আগুন ধরিয়ে দেন তাঁরা। মুহূর্তের মধ্যে জ্বলতে শুরু করে খামারটি।
বিক্ষোভকারীরা অভিযোগ জানায়, গায়ের জোরে গ্রামবাসীদের কয়েক শ’ বিঘা জমি দখল করেছেন শিবু হাজরা। গ্রামবাসীদের তুলে নিয়ে গিয়ে সেই জমিতে গায়ের জোরে বেগার খাটান তিনি। টাকা চাইলে মিটিংয়ের নাম করে ডেকে নিয়ে গিয়ে গুন্ডাবাহিনী দিয়ে মারধর করেন। শিবুর গুন্ডাবাহিনীর মারে গ্রামের বেশ কয়েকজন পুরুষ চলাফেরার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন। গ্রামবাসীদের অভিযোগ, শিবু হাজরারে গ্রেফতার করতে হবে।