নিউজ ডেস্ক - আগামিকাল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া নজরদারি করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও পরীক্ষাকেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা আবশ্যিক করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ নির্দেশ দিয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে দু’টি করে সিসি ক্যামেরা বসাতে হবে। একটি পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখে দরজায়। অপরটি পরীক্ষাকেন্দ্রের যেখানে প্রশ্নপত্র জমা থাকে সেই ঘরে।
এর পাশাপাশি উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে থাকছে বিশেষ সিরিয়াল নম্বর। কিউআর কোড বা বারকোডের মতোই সুরক্ষা দেবে সেটি। এখন নিরাপত্তার স্বার্থে গোটা রহস্য ফাঁস করতে নারাজ সংসদ। তবে উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে শৌচালয়ের বাইরে, শ্রেণিকক্ষে এবং স্কুল বারান্দায় সিসি ক্যামেরা লাগালে নজরদারি জোরদার হতো। এমনটাই মনে করছেন অনেকে। অন্যদিকে যে ব্যবস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ করেছে তাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রগুলিও কোন সেন্টারে, কোন ঘরে পৌঁছচ্ছে সেটা জানা যাবে। আর উত্তরপত্রে লেখা সিরিয়াল নম্বর ধরে জানা যাবে, কোন পরীক্ষার্থীর কাছে পৌঁছেছে সেই প্রশ্ন।
এছাড়া মেটাল ডিটেক্টর, রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইস দিয়ে নজরদারি চলবে। তাতে সহজেই ধরা পড়বে মোবাইল ফোন–সহ বৈদ্যুতিন যন্ত্র। জানা গিয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের থেকেই যন্ত্রগুলি ধার নেওয়া হয়েছে।