নিউজ ডেস্ক - একশো দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তাই গ্রামীণ এই গরিব মানুষজনের টাকা রাজ্য সরকার নিজেই মিটিয়ে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। আজ, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, "অনেকেই আছে নিজেরা কোনও কাজ করে না। কিন্তু একতরফা নেতিবাচক কথা বলতে থাকে। শুধু ভাঁওতা দেওয়ার জন্য এসব বলে যায়। কিন্তু উত্তর শোনার জন্য অপেক্ষা করে না। কারণ ওরা সত্যি শুনতে ভয় পায়।"
বৃহস্পতিবার নিজের বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, "আমি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছে সেই বাজেটকে সমর্থন করে কিছু কথা বলছি। ক্যাগ রিপোর্ট নিয়ে আপনারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলুন। ক্যাগ রিপোর্টে একশো শতাংশ মিথ্যা কথা বলা হয়েছে। এই রিপোর্ট আমরা মানি না। একশো দিনের কাজে ৫০ দিন কাজ দেওয়া হবে বলে যেটা বলা হয়েছে বাজেটে সেটা তো কন্টিনিউয়াস প্রজেক্ট। ওরা জানে না, তাই মিথ্যা কথা বলেছে। আর পথশ্রী প্রকল্প সম্পূর্ণ রাজ্যের টাকা। কেন্দ্রের এক টাকাও নেই।" তিনি যোগ করেন, "ইলেকশন আসলেই চা–বাগান, ইলেকশন আসলেই এনআরসি। ইলেকশনের আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। প্রশাসনকে দেখতে বলেছি।"