নিউজ ডেস্ক - রবিবার সন্দেশখালিতে তৃণমূলের সভা করার কথা ছিল। তৃণমূল সূত্রে খবর, যেহেতু উচ্চ-মাধ্যমিক পরীক্ষা চলছে সেই কারণে সমাবেশ করলে মাইক বাজবে। পরীক্ষার্থীদের অসুবিধা হবে। পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বদল। তবে আগামী ৩ মার্চ বিশাল জনসভা সন্দেশখালিতে করতে চলেছে শিবির বলে খবর। ওই দিনের সভায় সুজিত বসু-পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত থাকতে পারেন ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, নারায়ণ গোস্বামী সহ আরও একাধিক মন্ত্রী ও নেতৃত্ব।
প্রসঙ্গত উল্লেখ্য, সন্দেশখালিতে যে বিক্ষোভ চলছেন, তা মূলত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগী শিবু হাজরা ও উত্তর সর্দারের বিরুদ্ধে। শুধু তাই নয় কাঠগড়ায় তোলা হয়েছে পুলিশ-প্রশাসনকেও। এই আবহে কয়েকদিন আগে সন্দেশখালির মাটিতে পা রাখেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানে পৌঁছে পার্থ জানিয়েছিলেন, "খেলা ঘুরে যাবে। যারা ভাবছে যে টিভিতে একদিন মুখ দেখিয়ে সন্দেশখালি দখল করে নেবে, তারা একবার দেখে যান। মাটির সঙ্গে যোগাযোগ না থাকলে এলাকায় থাকা যায় না।”