চোটের কারণে ম্যাচ খেলতে না পারায় ক্ষমা চাইলেন লিওনেল মেসি

 


নিউজ ডেস্ক-  এদিন ১২৪ কোটিরও বেশি অর্থ খরচ করে হংকংয়ে খেলতে ডাকা হয়েছিল ইন্টার মায়ামিকে ডেভিড ব্যাকহ্যামের টিম ১-৪ জিতেওছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু যাঁকে দেখার জন্য বিপুল অর্থ দিয়েছে আয়োজকরা, তা পূরণ হয়নি। চোটের কারণে ওই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি তা নিয়েই হইচই শুরু হতেই মেসি বলেছেন, "দুর্ভাগ্যবশত ফুটবলে এমন ঘটনা যখন-তখন ঘটতে পারে। যে কোনও ম্যাচ আমরা চোট পেতে পারি। তেমনই ঘটেছে আমার সঙ্গে। হংকং ম্যাচ যে কারণে খেলতে পারিনি। এটা আমার কাছেও অত্যন্ত খারাপ লাগার ব্যাপার। কারণ, আমি সব সময় খেলতে ভালোবাসি। আমিও ফুটবল ম্যাচটা খেলতে চেয়েছিলাম। খুব ভালো করে জানি, ওই ম্য়াচটা দেখার জন্য মুখিয়ে ছিল সবাই। খারাপ লাগছে খেলতে পারিনি বলে।"

আটবার ব্যালন ডি’অর জেতা ফুটবলার চোট সারিয়ে উঠেছেন সদ্য। টোকিওতে ভিসাল কোবের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে তাঁকে। হংকং ম্যাচে খেলতে না পারার আক্ষেপ রয়েছে মেসিরও। তিনি বলেছেন, "আশা করি ওখানে আবার কখনও ম্যাচ খেলব আমরা। আমিও খেলব সেই ম্য়াচটা। কিন্তু সত্যিটা মেনে নিতেই হবে যে, আমি ওই ম্যাচটাতে নামতে পারিনি। কয়েক দিন আগে আমার যা পরিস্থিতি ছিল, তার থেকে এখন অনেক ভালো আছি। তবে পরের ম্যাচ খেলব কিনা, সেটা ট্রেনিংয়ের উপর নির্ভর করছে। আমি যদি সত্যি বলি, তা হলে বলব, আমি জানি না, খেলতে পারব কিনা পরের ম্যাচটা। তবে আগের থেকে ভালো আছি।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন