নিউজ ডেস্ক - নিজেকে এসআই পরিচয় দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক মহিলাকে বিয়ে করেছিলেন মনির। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবিরবুলসোমা গ্রামে জনৈক আব্দুল খালেকের মেয়ের সঙ্গে গত শুক্রবার বিয়ে হয় মনিরের। একজন এসআইয়ের সঙ্গে ওই বিয়ে হয়েছে জানার পরেই আলোচনা শুরু হয় গ্রামে ।এলাকার অনেকের সন্দেহ হলে রবিবার রাতে মাইজবাগ বাজারে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই মো. উমর ফারুক রাজুর কাছে এলাকার লোকজন জানান বিষয়টি। তারপরে পুলিশ মনিরকে জেরা করে । সেখানেও মনির নিজেকে ভৈরব থানার আধিকারিক হিসাবে দাবি করেন। কিন্তু পুলিশ জানতে পারে ওই নামে ভৈরব থানায় কোনও এসআই নেয়। তারপরে মনির স্বীকার করেন যে তিনি কোনও পুলিশকর্মী নন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আগেও মনিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে। ওই গ্রামের এক স্বামী পরিত্যক্তা মহিলাকে বিয়ে করেন মনির। তাঁর বাড়ি নেত্রকোনার সাতপাই বলে জানিয়েছিলেন ওই যুবক। পুলিশ জানিয়েছে, আগেও সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা করে জেলেও গিয়েছিলেন তিনি।