নিউজ ডেস্ক: পরীক্ষার তৃতীয় দিনেও মাধ্যমিকের প্রশ্নপত্র তুলে সোশ্যাল সাইটে ভাইরাল। তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হল। পর্ষদের অভিযোগ প্রশ্নপত্র এ ব্যবহার করা কোডগুলি আবছা করে প্রশ্নপত্রের ছবি সোশ্যাল সাইটে ভাইরাল করার চেষ্টা করা হয়। তা সত্ত্বেও পর্ষদ ঐ দিন মালদা জেলারই তিন পরীক্ষার্থীকে চিহ্নিত করে ফেলল। গত তিনদিনে এখনও পর্যন্ত মোট ১৭ জন পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা বাতিল করল পর্ষদ। কী করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত ঢুকে গেল ওই তিন পরীক্ষার্থী তা খতিয়ে দেখা হচ্ছে।
এবারে ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এ বারের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে মধ্যশিক্ষা পর্ষদ নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে । প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রের উপরেই কোড ব্যবহার করা হয়েছে। যে কোডের মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিত করা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে।